তুমি কি গো সেই তুমি-
যাকে আমি চিনি,
তুমি কি গো সেই তুমি-
সারা দিন আমি যার নয়নের মনি।


বহু কাল বহু পথ পেরিয়ে যবে
বারে বারে দু’জনা তে দেখা হলে তবে
ভোলা মন, মন ভোলা নিয়তি রা সবে।
আমি ও পাড়ের ভ্রূণ , এ পাড়ের মরু ভূমি
তৃষ্ণিত চাতকের আকুতি,
সেই চেনা মুখ পানে চেয়ে চেয়ে থাকি।


আকাশের চাঁদ হাসে,
মিটি মিটি তারা হাসে
জ্যোস্না রা ঢেউয়ে হাসে জলে
হাসলে না শুধু সে
অঝরে কাঁদে বসে নির্ঝরিণী
আমি যেন তারে মন দিতে পারি নি।