তোমার কাজল নয়ন-ও জল
আমার বিফল-তোমার অমতে
আমি পারিনি যে ছলনাতে
তোমায় ভোলাতে।


আমার হাসি তোমার চাওয়া
তোমার খুশি সকল পাওয়া
মন মিশেছে মনের মাঝে
দহন-ও তাতে।


মন আকাশে কী রং ভাসে
হিয়ার মাঝে কী সুর বাজে
মেঘের পরে কী রূপ ধরে
কী গান শোনাই যে।


এই আসি আর এই চলে যাই
বারে বারে পিছন তাকাই
তোমায় কত ভালো বাসি
সে চাই বোঝাতে।