বসন্ত এলো ! তুমি আসবে কি ?
আমি ঝর ঝর ফাল্গুনে
অশান্ত-অসার-আস্ফালনে
প্রাপ্তির উচ্ছাসে পথ চেয়ে থাকি।

সবুজ ডগায় সাজব নুতন করে
জানবে সবাই আসছ তুমি
বিষাদ হেরি, স্বপ্ন চুমি
হাসব সদা নতুন প্রহর গড়ে।


পলাশ বনে ফুটলে পলাশ ফুল,
নয়ন ভরে দেখব তোমায়
পড়িয়ে দেব বেনীর খোপায়
রাঙ্গা পলাশ, লাগবে সে অতুল।


কাজল নয়ন, মেঘের কালো কেশে
চৈত্র দিনের রৌদ্রে জ্বলে
হারিয়ে যাব বাদল ঢলে
রিমিঝিমি গানের শুরে বসন্তেরী শেষে।


শুকিয়ে যাওয়া নদীর ঘোলা জলে
আগ-বাড়ালে আরেক ভূবন
বালির স্রােতে খেলব দুজন
পদ্মা নদীর ইলিশ মতন চলে।