বৈশাখী বলে-
ভয়ানক খরা চলে
পান খায়, সুতা তোলে, কাঁথা বোনে ।


হাঁসফাঁস গরমে
কিষানিরা বসে নেই কোন
রোদ উঠে চনচনে
ধান গুলে হলে না তো শুকনো।


মেঘ এলো ছায়া হ’লো
এই ঢালো এই তোলো
গোটা দিন সেই তালে


রাত হলে গা ঢোলে
দুই চোখ টেনে তুলি তখনি
ঠক ঠক খোলা বাকি
তবু শুনি কর্তার বকুনি ।