উত্তম


ও যে উত্তম,
গতি গম গম,
গমনে ধম ধম,
-ধ্বনি বাজে;
ওযে দুর্জয়,
নাই নাই ভয়,
নাই সংশয়,
-ওর অভিনব কোন কাজে।


ও যে উজ্জ্বল,
করে ঝল-মল,
জ্বলে জ্বল-জ্বল,
-শুক্র তারার মত;
ও যুগের প্রহরী,
উলঙ্গ তরবারী
হাতে ধরি,
-চেয়ে থাকে অবিরত।


ওযে দুর্বার,
ভেদিছে আঁধার,
ছেদিছে বার বার,
-পাষাণ প্রাচির ব্যাড়ি ;
ও তো অনিবার,
ভয় নেই যার.
কবর-চিতার,
-ও চলেনাতো শীর নত করি।


তাই দেখে অধম গুলে,
পিছনে পিছনে ঝুলে
নাই নাই ধ্বনি তুলে,
-একই স্বরে করে চিৎকার;
ওরা স্ব-গৌরবে,
নিজেরে বিজ্ঞ ভেবে,
আপন খেতাবে
-উত্তমে করে ধিক্কার।


উত্তম, পূর্ণ জ্ঞানে,
ছোটে কল্যাণে,
সব অধমগনে
-ওরেই বাঁধিতে চায় ;
ওযে উত্তম,
অধমের যম
ঐ সব অধম
-কি তারেই বাঁধিতে পায় !


ও থাকেনা বাঁধা শিকলে,
ও চলে শুধু চলে,
আপন বাহুবলে কেলে
-সব আবরণ ;
ও প্রতি দিন,
সাজিছে নবীন
ক্লান্তিবিহীন
-করে নতুনের আয়োজন।


ওযুগের ডাকে,
দেখে দেখে স্বপ্ন আঁকে,
ধরণীর বুকে
-ছোটে যুগের তালে।
অশুভ ক্ষণে,  
ও পাষণ মনে,
আঘাত হানিতে জানে
-ঐ অধমের বেড়াজালে।
                       - সংকেত