ভোর যে হলো
ভোরের আলো
জানালাতে দিল উঁকি;
ডাকল আমায়
আয়-রে আয়
খেলব টুকি টুকি।


রাত টুটেছে
ভোর হয়েছে
ফুল ফুটেছে গাছে;
পবন ভেলায়
সুবাস ছড়ায়
মৌ-ভ্রমরার কাছে।


রোজ প্রভাতে
ঘুম ভাঙ্গাতে
জাগলে পাখি সব।
আর ঘুমিয় না
খোকন সোনা
পাখিদের-এ কলরব;


আলোয় আলোয়
আলোকিত হয়
শেষ যে হলে রাত;
ধরণী তলে
রৌদ্র ঢলে
হাসছে আলোর প্রাত।


জাগল খোকা
ভাবল একা
আমিও শোলক হবো;
গড়ব নুতন
আলোর ভুবন
আর না ঘুমে রব।