অনেক তো হলো,,  
চলছি পিরছি গল্প ঘুটিয়ে।
এবার না হয়!  
নেশায় আছি,
আমি মানব..  
চলতে ফিরতে,
আধটু জানবো।
আমার দুনিয়া জুটিয়ে...


এসেছি যাবো...
এই নিয়ে আর কত!
প্রমাণ সর্বরুপ ছিটে ফোটা!
জানা নিতে টক বক বর্ণনা নিতে!
আমি বলে এই মানবের..
একটি গল্প ইতি..
তাহার মাঝে জুড়ে  যেতে চাই!
আমি মানব এর বক্তি।


দুনিয়াটা নিতি মালা,
চলে যাবো,
এক পরিশেষ বলি।
আমি মানব আজনা..
এই নিতিতে ইতিহাসের ঐতিহ্য।
আমার আল্পনা


আমার নয় বাহানা!
পরিচিতি উড়বো,,।
এই আনমনা,,
আমার মহোটা,
আজ আমি,
লিখিত এক আল্পনা।