আমি তোমায় ভালো বাসি,
তোমায় ছুয়ে অন্যথায় কি করে থাকি!!
আমি তোমায় ভালোবাসি।
শহর ভিজতে পায় না!!
লিখনি শুখায়!
শুখনো বালিতে,
ফসলের ফলাফল পায় না....
আমি তোমায় ভালোবাসি,
আমি স্তব্দ থাকিতে পারি না!
আমি তোমায় ভালো বাসি
আমি খনিক এর স্বচ্ছন্দ বোধ না..


আমি তোমায় ভালোবাসি।
যদি বিশ্বস্ত বন্ধু না হইলাম ।
ভালোটা বাসিলাম কোথায়!!
অন্ধকার ঘুট ঘুটে অন্ধকার,
তবু কিন্তু আমি আছি।
মাটি শুখাচ্ছে।
স্তব্দ বাতাস অও নেই।


আমি খুঁজে যাচ্ছি,
আমি নাহি খুজে,
কি করে বলি ফেয়েছি।
আমি যে ভালোবাসি৷
না মরে কি করে বলি হাড়িয়েছি।
আমি যে তোমাত বাস্তবতায় বাচিঁ।


আমি ভালো বাসি।
এক সমুদ্র মন জুড়ে ।
একা একাই বাসি।
আমি যে ভালোবাসি।
বিনোদিনী, চিত্রা , সাহিত্য লতা।
মায়াদেবী তে ডাকি।
ঐ আমি তোমাতে বাঁচি।


তৃপ্তি কথা কয় ,
সুখ তো সাময়িক স্বচ্ছন্দ বোধ..
দোয়া আর তৃপ্তিতিটাই থেকে যায়,  
সুখ জুড়ে উড়ে ঢালে পাখি।
আমি যে তোমাত বাকি।