তোমায় ভালো বেসে,
আমার দুটি শান্ত  আঁখি,
তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে।
জেগে জেগে কত যে স্বপ্ন  দেখি,
দেখি আর ভেংগে যায়।
খাঁচায় পুষতে ইচ্ছে করে,
সুন্দর সকল ধারণা।


সূর্য দেখিবার শক্তি না থাকিলেও,,
চাঁদের আলোয় জোয়ারের তীরে,
বসতে ইচ্ছে করে।


ইরিনা তাঁরা দেখে,
ছূটে আসা তাঁরা নদীতে পরে।
আমি দেখি তাজ,,
এক তরী-ভরা সমুদ্র যেন,
আমায় জোয়ারে ভরে।


এক তোমায় ভালোবেসে,
এক পবিত্র ভোরের অপেক্ষা!
সূর্য দেখবো কমলা রং সাজ..
এক উল্টো মানুষ বসবে,
সাহিত্য লতার চোখে।
ইরিনাও তখন সাজবে এক,
ঋতুর রিপু ডাকে।