শিখেছি আজ গল্প বলা,
দেখছি নদীর কূল।
বয়স টা আজ ১৮ পার,
তবু, হচ্ছে ভূল।
গল্প যখন, দাদী বলতো।
তেতুল গাছে,
ভুত বুড়ির গল্প।
ভয় খুভ পেতাম।
তেতুল গাছ, নদীর কিনারে।
দূর থেকে দেখতাম।
তেতুল গাছের পাশে আজ,
বট গাছ ও জন্মেছে।
তাই নিয়ে গল্প বলবো,
আশা খুভ জেগেছে।
আজ গল্প বলবো আমি,
পদে পদে ভুল।
ঐখানে আজ দেখছি,
দুটি শিশু বসে।
বয়স টা তাদের ১২ কি ১৪!
নৌকা ঠেলছে কসে।
তাদের আজ, ভয় দেখাবো।
বলাম তেতুল গাছের,
ভুত বুড়ির গল্প।
তারা বলে বোকা নাকি,
ভুত কি আছে!
ভুত বলে কিছুনেই,
সব রুপকল্প।
আমি বুঝেছি,
সময় এর হাতে,
জগত বদলায়।
নেই পূরানো ভুল।
দাদীর বলা গল্প গুলোর,
আজ নেই, নেই কোন কুল।