চাঁদের সাথে কথা,
আমি বলি যে,
তোকে দিনে দেখি কম, রাতে আসিস ..
দিনে লুকাস কেন ??
বলে,
আমি তো আলো নই!
আলো আমার রুপ!!
আলো দিনে আসলেও,
আমি চাঁদ তোমাদের মাঝেই থাকি!!
ঐ যে, আমি আলোর কাছে দাগি..
আমার দাগ গুলো তার জন্যই দেখা মিলে!!
আমি তার দারাই রুপোলী জ্যোৎস্না,,
আমি চাঁদ,,
আর তোমাদের গল্পে আমি আসি খুভ,,
আমি তোমাদের ই চাঁদ,
আলো যে আমায়,
তোমাদের মাঝে অলংকার সাজে সাজায়,
আমি চাঁদ,,
আলোর কাছে আমি ঋণী ।
আমি যে সাজতে ভালোবাসি।
তোমাদেরই জন্য!!
আমি তো আমি,,
যার সাজ তোমরা দেখছ,,
আমি আলোর রচিত এক গন্তব্য।