আমি এমন গল্পে অবস্থ না,,
আর, আমি তিত!
হয়তো অনাকাঙ্ক্ষিত কোন,
ইতি মৃত ধরে।
আমি ঘুটঘুটে আঁধারে,
পরিচিত চিত্র না।
আমি এখন খুব হাসি,
আমার অজানা দুনিয়া ধরে।
আমার গল্প বর্ণিত,
গুরুগম্ভীর ভাষার।
মায়া জড়ানো,
একগুচ্ছ শব্দের আয়োজনে,
নিকৃষ্টতম মানব চরিত্র....
আর এই কস্মিনকালেও আমার,
কোনো গুণ ছিল না!
দোষ ছিল শেষ সম্বল!
সব শেষ রেজিস্টার করা লাশ!
এক যুগে  লিখা গল্প গুচ্ছ!
লাল রং নিয়ে!
কচলানো লেবু চা এর সাথে!
সমাপ্তিজ্ঞাপক ছিল।
এই আমি আমার ইতি।