কবিতা কি?
কি থেকে প্রান পায়!
এই আধাআধি লিখা।
অজস্র ভেংগে যাওয়ার,
নিয়ন্ত্রন করা বুলি থেকে?
লিখতে লিখতে কি,
কবিতা আসে?
নাকি যখম পুরনো,
কবিতার নামে বাসে।
কবিতা রুপ নেয়,,
বহুল প্রলয়ঙ্কর!
নতুন, রঙিন,
    দেখা পাওয়া।
ভাংচুর ইতি।
সবুজ থেকে হলদেটে হওয়া।
ছায়, বাবুই, নতুন নামের জুড়ে।
নিজ অন্তরে যা বাসে তাই,
গুচ্ছ স্বপ্ন রুপে।
লিখতে ভালোবাসতাম ওসব!
এখন কি থেকে লিখি জানিনা।
তবু রংতুলির মত,
বেসে যাচ্ছে প্রহরী।
কবিতা নামকরণের জুড়ে।
কবিতা, কবিতা না।
ইহা ঝখম পর্বত!
নাহির শেষ বাজে,
নাহি বলে জল।
কবিতা কবিতা বলে,,
নতুন তৈরি,
অলিখিত মোহ।
ঝখম পর্বত ,
জীবন ছুটে,
শুধু তাই মোহ!  
তাই কবিতা,
তাই চলছে,
তাই পাওয়া,
ছুটে ভাংগা অমর্ত্য।