কবিতার লাইন কি?
চাইলে লিখা যায়...
রবিঠাকুর নাহয় বলে গেছেন,,
তার,
চা আলাপের ..
রোঁদ্দেলা দুপুর এর,,
সেই ছায়া মাখা,,, 
আভেগি চেতনজগত,,
সেই ভাষা রুপে,,, 
আমি তো আমি,,, 
লিখবো কি করে,,,
অজ্জরা কালি হাতে,,
ভয় হয়,,,
যদি ডুবে মরি অগাছরে,, 
সেই কালন্ত হাওয়া বুকে...
যা মনে আসছে,,
লিখেছি...
অগুছালো ভাবে,,, 
তাই বুজে নিও,,, 
এিনয়ন চোখে !!
আমি তো ভাষাহীন,,
লিখাইত রসবন্ত।
তুমি ছায়া আঁকা।
বাম রত্নময় বুকে।
আমি আঁকা,,
অপরিচিত গল্প।
চোখবিধুঁলি পথে!