রংতুলিতে আঁকা, ছবির মাজে।
অমৃত, কথোপকথন করেন!
নিজ চোখান , অমৃতপান করে।
কোথাও বর্নহীন সমাপ্তি রূপে !


অবেলা অনেক তুলি রংচঙে,
অনুরুধ ভবঘুরে একে ফেলে।
সেবায় ব্যাধিত বলে ভবঘুরে ,
তার রুপে মেকি রংচং আঁকা।


ভবঘুরে জীবশাস , অমৃত নয়।
সে তো এক রূপসী কণ্টকশয্যা।
ভেসেবেরায় রুপালি অগ্নিযুগে।
জীবন্ত রেজিস্টারই লাশ হয়ে ।


ভবঘুরে জীবন, হিমু বলেছে।
কতিপয় ব্যার্থ, ইচ্ছাময়ী স্বপ্ন।
অবেলায় চোখো ঝাঁঝানো, বিষাদ।
কাঁটাবন অগ্নিময় পথ দারা ।


ভবঘুরে দেখতে, পারেনা স্বপ্ন।
অন্দরমহল জাজ্বল্য পাতাল।
তার জগতে সে, বোঝা সর্বরুপ।
সময় যায়, আশা বন্ধু রুপিয়া।


ভবঘুরে নিয়ে, সেই তুলি হাতে।
ঐখানে আঁকা গল্প ডায়রি খানি ।
লিখেছি তারই ভবঘুরে নিয়ে ,
হিমু হাতের অবেলার কাহিনি।