সাহিত্য লতা নামটি তোর,,
সাহিত্য মহো জোরে।
আধটু আদর বোনি আমার,
তুই আমার সাহিত্য জুড়ে!
হয়তো এই জগতে,
নেই আর আমি।
গদ্য পদ্য মুড়ে।
জগৎ টা বড্ড অদ্ভুত তাই না।
প্রেক্ষাপট এর জোরে!
ঐ জগতে চোখ পরিচয়,
বড্ড একা লাগে।
সহস্র অন্ধকারে যেন,
অসহায় ভেলারোহী,
তাহার দুয়ারে এখন বসে,
নেশা নাহি থাকে।
তাই আজ জগৎ ছেড়েছি,,
নাহি তাহার ডাকে..
আর কিছু বলার প্রয়োজন নেই,
ঐ পরিচয় ধরে ।
কবর হয়তো হয়েছে তাই।
পাঞ্জা জীবন লড়ে।