তব, আঁখি বন্দী তুমি সেথা..
আমি সাজিয়ে রাখি রং!!
মাখিবো তবে তনু জুড়ে,
আমারই ইতি !
গতি ধারা জুড়ে মন...


তব বধু সিধূর সাজে,
হলি সাজাইবো দুজন!
স্তব্ধ বোধহয় জগৎ,
তোমার উল্লাস এর উদযাপন !!


তুমিতো আমিরই ছিলা,
এক সাধনা পূর্নতা পরাণ...
পএ বোধহয় ঠাই পাইয়াছে!!
অমৃত তুমি সাধন...!


সর্ব সাধারণ নও অগো..
তুমি যে চোখ তাঁরা!
তব, উপহার যেন মিলিছে তুমি..
আমি নবাব এক!
সেহজাদীর পাহারা!!