_তোমাতে বিচরণ করা,
এক ফলকে হাড়িয়ে ফেলা।
আকাশ চুম্বনে আবার খুঁজে পাওয়া!!
তুচ্ছ এই মানব / অমানব এর অধিকার কোথায় এতো!!


_তোমায় ভালোবেসে,
অন্য কোথাও বিচরণ করা!
আমার এতো গতি কোথায় বলো!


_অজস্র বাসিয়ে বেলা,
অজুহাত গুছিয়ে মঞ্চায়ন তুমি,
পুরটাই প্রকাশে জানি!


_অথচো ভালোবাসি যে আঁখি খানি,
সেই জুড়ে তোমায় এই অপবাদ দিয়া,
খুভ করে স্মৃতি হয়ে,
বাঁচিয়া থাকিবার,
আমার এই অধিকার কোথায় বলো!!


_মায়াবতী তুমি হও,
আমার রাজ্য মেলা
_পট কদম হাতে,
মায়ার দেবতা হবো আমি!


_মেঘ না হয় তারা হয়ে ছুটবো,
তোমার মন খুঁজে একলা!
_প্রিয় কাব্য,
ভালোবাসি তাই এই লতা!
_ভাগ্য আমায় তোমাতে ছুটায়,
তুমি নদী আমি স্রোতের ভেলা!!