পেন্সিল থেকে শুরু,
কলম এর সাথে সমাপ্তি।
আমি বাস্তব,
আমি কাল,
আমি আজ,
আমি ভবিষ্যৎ,
আমি রক্তে মাখা,
সমাপ্তি।
সাহিত্যরস বলে থাকি,
রাগান্তি হওয়ার কিছু নেই,
আমি আছি,
থাকবো এমন টা নয়।
কিন্তু তবু আমি,
থাকতে চাই।
গহীন বাস্তবরূপ হয়ে।
পেন্সিল দিয়ে আঁকা,
কলম এর লিখা হয়ে।
মন অধিকারী  বেসে!
থাকতে চাই,
আশার রুপ চেয়ে।
আমি,
আমি হাতের মুষ্টিযোগ।
কখনো হারাতে চাইনা।
অসমাপ্ত বর্নহীন হারানো গল্প যুগে।
আমি, আমি আমার,
সর্ব সুখ দুঃখে।
আমার পশম কথা বলে,
আমার, আমায় দেখে।
আমি বাঁচতে চাই।
আমার, আমি ভেসে।
আমি ভালোবাসি,
ভালোবাসি, অবহেলাভরেও,
দারিয়ে উচ্চ কন্ঠে,
কথাবলার সেই নিম্ন,
মানের আভেগ কে!
আমি জাতির মাজে,
তোমাকে ও দেখি,
অভহেলিত মুখে।
আমার চোখ কথা বলে,
মুখেরতোড় দিয়ে।
দেখে তাকিয়ে পিরে তাকায়,
আমার স্বপ্ন নিয়ে।
আমার লিখায়,
আমি রাজা,
আমি প্রজারঞ্জন,
আমি প্রতিবাদী,
লিখার পাতায়,
আমার রাজ্যজয় নয়।
রাজ্যচালনা অংকন।
আমার পথে কাঁটা নয়।
ফুলের কলি ফুঁটে,
কাঁটা গোলাপ ও,
কোমল পদ্দায় বিচায়,
রাস্তার বাকে।
আমি রক্তমাখা,
সমাপ্তিজ্ঞাপক।
আমার রাজ্যজয় নয়।
ভালোবাসাটা অকুল।
আমি আমার,
আমি গহীণ বাস্তবিক,
রুপে ব্যাকুল ।