লাশের পরে লাশ পরছে,
৪৭ এর পর,
৭১ ও চলে গেলো,
এখনো নাকি পর!
এ কেমন আয়োজন,
সাধীন প্রিয় দেশে!
তুমি বা আমি যে বসেছি।
আমাদের থেকে আমি হইতে,
লাগছে না প্রহর!
লাশ না হয় আরো পরবে,
সংখা ঘনিষ্ঠ গনা।
নতুন করে কুরচি সাজবে,
সিংহাসন আমাদের পানা।
কে বসে তাহার পরে,
আমাদের মাঝের আমি!
আমি নাম এর বাক্যটি,
সত্য নাহি দামি।
আবার এক সাধীন নামক,
প্রহর খুলছে আলো।
লাশের বিছানায়,
প্রিয়জন হারাচ্ছে।
রক্ত হচ্ছে গাড়ো।
আপন যাহারে ভাবছি,
তাহার মাঝে পর!
কে আমি!
আজও ঝড়ছে,
রক্ত ঝর্ণার  ঝড়!