একলা মনে মেঘলা আকাশ
স্বপ্ন আঁখি মনে, বিষণ্ণতায়
তুমিহীনা অশ্রু ঝরে দু'নয়ন
শ্রাবণে ।।


রঙিন আকাশ রঙিন দিন
আছে হারানো স্মৃতি হতো
আশা, অবহেলায় জুড়িয়ে
গেলা তুমিহীনা সীমাহীন
অন্ত ভালোবাসা !


গোধূলী লগ্নে জানালঠায়
দাঁড়িয়ে তোমায় শুধু আঁখি,
ব্যর্থতা মাপক যন্ত্রে তোমায়
আবার আবিষ্কারের প্রতীক্ষায়
থাকি ।।


হারিয়ে গেলে তুমি কোনো এক
বেলাশেষের রঙিন গোধূলি লগ্নে,
গোধূলি বেলায় তোমায় খোঁজি
ভালোবাসায় নিমগ্নে ।।


গোধূলি বেলায় মেঘলা
আকাশ পানে স্বপ্ন দেখি তপ্ত
মরুর বুকে, বিষণ্ণতায় অশ্রু
ঝরে আমার দু'নয়ন চোখে ।


তুমিহীনা কাটে না দিন বিষাদী
বাতাসে, ফিরে এসো গোধূলী
লগ্নের নিস্তব্ধ বেলা শেষে ।।


অপেক্ষা মোর তোমায় ঘিরে
উপেক্ষা গোধুলী ভরা অস্তমিতময়
মন, স্বপ্ন দেখি তোমায় নিয়ে পোড়ায়
এক এলোমেলো অন্যরকম জীবন !