কবিতায় ছন্দ নেই, তাতে কী?
কষ্টতো ছন্দেই আসে।
নানান কষ্ট, দিন শেষে রাতের কষ্ট
আলো থেকে অন্ধকারের।


ঘর ছেড়ে বাহিরের, পথ ভুলে অস্তিত্বের
নামহীন বিরূপ সব ছন্দ
এপার ছেড়ে ওপারের গানে, মানে; অভিমানে
ধূসর সব ছন্দে অন্তমিল পন্ড।


এত সব ছন্দ, বাড়ে শুধুই দ্বন্দ্ব
তার সাথে আমার, অত:পর মায়ার
তীব্র দ্বিধায় তাই মাঠে বাস
ভুবন রাজ্যে কষ্টের ছন্দই সর্বনাশ!