রঞ্জন রশ্নির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি তোমার
চাকনি হয়ে ফিল্টার করেছো মন
সহজেই বুঝে নিলে মন ও আত্মা
শুধু বুঝতে চাও নি আমি কেমন?


বেলা শেষে এসে অবেলায় ঢেকেছ ক্ষণ
নয়নে বহে অশ্রু আজ জল করি বিসর্জন
হারিয়ে গেলে দূরে তুমি আমায় করে বারণ
আজও খুঁজি স্মৃতির পাতায় তোমার বিচরণ


রুক্ষ‌ স্মৃতি শুষ্ক বুকে ক্ষণে ক্ষণে উতলায়
আমার আমি হারাই তখন স্মৃতি বেদনায়।