শুনেছি গিরগিটির রং বদলায়
এখানে মানুষের ও যে রং বদলায়
ঐ নিকৃষ্ট পাপাচারীকে না দেখলে
কভু বোধগম্য হ তো না ! ! !


উঠান জুড়ে কুলার শহর
কত ঊঁই পোকাই নাচে!
ঘোমটা মেরে শকুন বাঁচাও
নিরীহ মানব মরে ত্রাসে।


রিকশাওয়ালার রিকশা ভেঙে
দেখাও কিসের বাহাদুরি?
হয় তো তো মার জীবিকা তে
ওর ই রক্ত ঘাম আছে মিশি।


গিরগিটির ও বদলাবে রং
বদলে যাবে তুমি!
তো মার আকাশ মেঘাচ্ছন্ন
এখন সময়ের দাবি।