আমিও চাই
তুমি হাসবে
উড়বে ঐ খোলা দিগন্তের
নীল আকাশ ছুঁয়ে।
এত দূরে যাবে
যেথায় আমি কেন?
হয়তো তোমার ছাঁয়ারাও
সাথে যেতে দ্বিধাবোধ করবে।
তুমি হয়তো খুঁজে পাবে
কোনো এক স্বপ্নের রাজপুরী
যেথায় আমার মতো কুয়াশারা
বিলীন হবে প্রভাতের সূর্যদয়ে।
তবু এগিয়ে যাবে তুমি
যেতে চাইবে বহুদুর
আমাকে ফেলে কোনো এক
চৈত্রের দুপুর।
তবু আমি পিছু ছাড়বো না
আশায় রবো তোমার
পড়ন্ত দুপুরে আমি ভাববো
কখন আসবে রাতের আঁধার।