ভরা যৌবনের এক পেশী স্তুপ
মেঘাচ্ছন্ন করে নীল আকাশ
বজ্রের মত হুংকারে হাঁকে
অগ্নি শিখায় বৈশাখী বাতাশ।


এলো মেলো করে রাজ্য
ঝরে পড়ে একেকটি ইট
নগ্ন ক্ষুদায় কেঁপে উঠে সে
নড়বড়ে আমার খুঁটির ভীত।