তুমি তাই, যখন-
রোদ্রের প্রজ্জলিত খনি
নিরবে নিরুত্বাপ ছড়ায়
তখনই মনে হয়
এ যেন অবেলার হাঁসি।
তুমি তাই, যেমন-
মেঘের আড়ালে লুকিয়ে থাকা
টিপ টিপ বৃষ্টি কণা
শুকিয়ে যাওয়া এক ফোঁটা
শিশির বিন্দু।
নিরাশারা কখনওবা খেলাকরে
অগ্নি শিখায়
যেন উড়ন্ত বাতাশে
ভেসে যাওয়া শিমুল তুলোয়।
ঝিকমিক করা সেই
আমবশ্যা রাতে
প্রদীপ জ্বালানো
একটি ঝি-ঝি পোকা।