একদা রোদ, বৃষ্টি কিংবা তুমুল গ্যাঞ্জাম কিছুই বাধা ছিলনা
যৌবনাশ্রিত বুকে হেঁটে যেতাম রাজপথে, মিছিলে
অন্তরে স্পর্শ করতাম গগনবিদারী শ্লোগান!
এইতো আমার যৌবনের প্রথম প্রেম!


মুষ্টিতে ইস্পাত কঠিন শপথ , চোখে ক্রুদ্ধ দৃষ্টি!


নিজেকে বড্ড অবহেলায় লাঠি কিংবা  টিয়ারগ্যাস উপেক্ষা করে
ভয়ডরহীনভাবে অবিরাম ছুটে গেছি-মিছিলে।


গা, মাথা ঝনঝন করছিলো-আঘাতে,
কাপড়ে ধুলাবালির আস্তর জমে স্তুপ!
ঘাড়ের উপর বাজপাখির বিষাক্ত নিঃশ্বাস!
তবুও দুচোখে জেগে উঠতো অবারিত স্বপ্নের বাংলাদেশ!

অথচ সেদিনটায় কৈশোরকালীন বন্ধু সুরমা 'র চিঠিখানার
প্রতিউত্তর দিতে পারিনি বলেই আজো আমি উপেক্ষিত-
বুকের জমিনে বিঁধে গেছে-আমৃত্যু অবহেলা!