আমি নিঃসঙ্কচিত্তে বলছি-তোমার গায়ে যদি
লেগেও থাকে কলঙ্কের ছায়া,
সেই কলঙ্কের অধিকতর ভাগ আমিও চাই,
আজ রাত্রিটা হোক পৌষালি
খৈনি ভরা ডিব্বায় বৃষ্টির কদম ছড়িয়ে দেবো....


আমার বুক থেকে তোমার চোখে, অবশেষে....  
তোমার  প্রশস্ত ললাটে লেগে থাকা মায়াবী রঙ
শরতের উজ্জ্বল বিভাকেও ছাড়িয়ে যায়...


নীলিমার চেয়েও অধিকতর ভাসন্ত ভালবাসায়
কিংবা বনবাদাড়ে অসংখ্য পাখির মতো আমিও
তোমার সাথে কিছুরমিছির-লটরপটর জীবন চাই।
সকালের মলিন রোদে আমৃত্যু শুকে নিতে
চাই তোমার শরীরি ঘ্রাণ।