হিজল ঢালে দুষ্টুমিতে মেতে উঠে দোয়েলপাখি
নদীরধারে ভাঁটফুল, মাছরাঙ্গার কোলাহল...
আকাশে চুম্বন এঁকে দেয় অজস্র মেঘ, বুনোহাঁস
এই যেনো অপূর্ব ছায়াঘেরা শ্যামালিমা বাংলার রূপ।


এখানে লেগে থাকে সূর্যের প্রখর দীপ্তি, মায়াবী জোৎস্নার রূপ, অশ্রান্ত বারিধারা.....


প্রায়শ; গাঁয়ের বধুরা পুকুরে সাঁতার কাঁটে, মনছবি আঁকে
মানুষগুলো মনোহারী উৎসবে মেতে উঠে মধুরতায়।
আমার এই গাঁয়ে দু-মুঠো ভাতের আনন্দ , তাঁতের শাড়ী,প্রেম বিরহ সবটায় আছে


তবুও বলতে পারি আবহমানকালের বিভাজিত বৈষম্যের যাঁতাকলে....
লাঞ্চিত মানুষের আর্তনাদের কান্নাও থামেনি কখনোই।