অদৃশ্য কোনো এক শক্তি আমাকে তাড়িয়ে বেড়ায়
মাঝেমধ্যে নিজের অজান্তেই এলোমেলো হয়ে যায়,
কখনোবা অন্ধকারে ডুবে গিয়ে পুনরায় জেগে উঠি,
সেমিটিক সভ্যতার আদিলগ্ন থেকে অদ্যাবধি জীবন মৃত্যুর উপাখ্যানে...
কতিপয় আত্মা ঘুরে বেড়ায় ,
কখনো কখনো  নগ্নতায়, কখনোবা যান্ত্রিকস্তরের শাখা- প্রশাখায় হেঁটে হেঁটে...
এভাবেই হয়তোবা একদিন ধুলাবালি ছুঁয়ে ছুঁয়ে অনন্ত যাত্রাপথে হারিয়ে যাবো।