বুকের খুব গভীরে কতগুলো কষ্ট সেঁটে আছে
নিস্তরঙ্গ ভাবে জীবন নদীতে সাঁতার কেটে চলেছি
মাঝেমধ্যে ইচ্ছে হয় নিজেই নিজের হন্তারক হই,
কিন্তু  দুটি নিষ্পাপ, নির্মল চোখ আমার
দিকে তাকিয়ে আছে।
তুলতুলে হাতের স্পর্শ, কিছু মানবিক বোধ
আমাকে হারিয়ে দেয়।


অন্যত্র প্রকৃতি আমাকে টানে,
মৃত্তিকা আরো তীব্রভাবে.....


অন্তহীন অবহেলায় নিরবেই ক্ষয়ে যাচ্ছি।