প্রারম্ভিক অভিজ্ঞতা পরাধীনতা এবং বিদ্রোহ
অতপর; বিপ্লব!
শুরুটা হয়তোবা একেবারেই ভিন্ন-
ডাকাত ধরার স্পৃহা কিংবা গভীর বনে হনুমান তাড়ানোর মত-ই কিছু একটা,
হতে পারে সহস্র বিপ্লবের কিছু দীক্ষা, সাঁওতাল বিদ্রোহ , তেভাগা, জালালাবাদ বিদ্রোহ
কিংবা বৃটিশ অশ্রাগার লুণ্ঠনের স্মৃতি!


কালক্রমে  জেগে উঠতে পারে-
মাক্স- মাওবাদী দর্শন, কমিউনিষ্ট ইশতেহার,
হো চো মিন,লেলিন, কাস্ট্রো, চে গুয়েভারা
এবং একজন শেখ মুজিব।


দ্বন্দ্বের চুড়ান্ত সংঘাতে...
ইতিহাস হেঁটে যেতে পারে অনেকদূর,
চূড়ান্ত সফলতা কিংবা ব্যার্থতায়
কেউকেউ হয়ে উঠেন ইতিহাসের নায়ক কেউবা খলনায়ক
কিংবা পালাবদলে
কেউকেউ হতে পারেন একান্তই অন্তর্গত চেতনার উৎস।