বিষ পিঁপড়ের সারিবদ্ধ যাত্রায়
চেনা জনপদ ক্রমেই মুড়িয়ে যাচ্ছে
খুব কাছেই শুনতে পাই
আত্মজনের সকরুন আর্তনাদ
কংকালের ছায়াশরীর এগিয়ে যেতেই
খসে পড়ে
বিমূর্ত কার্নিভ্যাল, নক্ষত্রের আলো।


অশ্বত্থের ছায়ায় বসে কিছুটা সময়-
দেখতে থাকি অচেনা পৃথিবীর রূপ!
হয়তোবা কোনো কালেই এখানে ছিলনা
কৃষাণীর হাসি, রাখালের বাঁশি!

নদীর জলেও অদ্ভুত রকম স্তব্ধতা,
গুমরে কেঁদে উঠে প্রাচীন স্থাপত্যশৈলী!
শুকিয়ে কাঠ হয়ে যায় প্রেমিকার স্তন!