কৃষ্ণবিবর থেকে শত-সহস্র অলোকবর্ষ পেরিয়ে
অবশেষে তোমাকে স্পর্শ করলাম!


তোমাকে-পৃষ্ঠার পর পৃষ্ঠা চিত্রিত করেছি,
তোমার নামের পাশেই বসিয়েছি শ্রেষ্ঠ উপমাগুলো....


তবুও যেনো বুকের ভেতরটায়....
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে গূঢ় অন্ধকার!


প্রিয়তমা,
যদি আজ রাতেই হারিয়ে যায়,
আত্মার সংযোগ ছুঁয়ে আমাকে খুঁজে নেবে কী?


আমিও যে অসীমের বুক ছুঁয়েছুঁয়ে শুধুই
তোমাকেই খুঁজে নিতে চাই।