শরীরের ভেতর-বাহিরে অজস্র অলিগলি-
জলহীন নদীর বুক, নীলিমাবিহীন আকাশ
মৃত্য বাঁধানো পথ কিংবা পথবিহীন যাত্রায়...
মড়মড় শব্দে ভেঙে পড়ে দেয়াল!


ফিরে আসে প্রাচীনতম অন্ধকার-
নিঃশ্বাসে জমে বরফ, নীল তেজস্ক্রিয় অসুখ!
রমণীর চোখ, মুখ, দেহলতায় এখন আর সাঁতার কাটি না
কেননা অতিমারীর শহরে চুমোর শিহরণ নেই!