অন্ধকার এসে জাপটে ধরেছে আমাকে,
যেভাবে জাপটে ধরে থাকে সরীসৃপ।
হিমশীতল নিরবতার ভাষা বুঝিনা
ভয় মিশ্রিত ভাবনার অতলে
ডুবে ছিলাম কিছু সময়।
মস্তিষ্কে তখনো আলোড়িত হয়ে
চলেছে শতাব্দীপূর্ব কিছু সময়
কিংবা পূর্বপুরুষের আগমন ধ্বণি!
যেখানে বেজে উঠে হালাকুখানদের বিভৎসতা,
ঘুম ভেঙ্গে গেলেও দেখি
মাটি ফুঁড়ে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে
আসছে কিছু কংকালসার,ফসিল।
বন্দী হয়ে যায় শতাব্দীপূর্ব সময়ে
কিংবা এই সময়ের অন্ধগুহায়!