বাড়ীর আঙিনায় ফুটেছে বকুল ফুল
ঝিরিঝিরি বৃষ্টির শব্দ,
জলের বানে উপচে উঠে দীঘি
পলো উৎসবে শইল, কৈ এর দাপাদাপি।


জলরাশির উপর দুলতে থাকে মায়াবী প্রকৃতি
বাংলার কৃষকরাও গেয়ে উঠে-
স্বপ্ন ও সম্ভাবনার গান!


নাতিশীতোষ্ণ হৃদয়ে শরীরে ও মনে
জেগে ওঠে প্রেমালিঙ্গণ!
আহা, বর্ষারূপে আমার এই গ্রাম কত যে সুন্দর!


আমার শহরেও আজ বিরামহীন বৃষ্টি...
ঘরবন্দী সব মানুষ!
এখানে ক্ষুধা ও মৃত্যুর দায় বহন করে
অসহিষ্ণু জলতরঙ্গ
কেননা, কংক্রিট নগরে প্রকৃতির দায় নেই!