জাফরীরঙ ভেদ করা বৈকালিক আলোয়
শহরের ভাঙাচুরা রাস্তার পাশ ঘেঁষে হাঁটছি,
প্রায়শ; ডাপলার দিয়ে মাটি খুঁড়ার যন্ত্রণা অনুভব করি
ক্ষণে ক্ষণে নিজের ভেতরেও পতনের শব্দ শুনতে পাই,
ঠিক তখনি জন্মধাত্রী মায়ের মুখ, বাবা, প্রিয়তমা স্ত্রী ও সন্তানের মুখটি মনোজাগতিক স্ক্রীনে ধরা দেয়!


নিজেকে খুঁজে নেয়ার প্রাণান্তকর চেষ্টা সত্ত্বেও
চারদিক থেকে ভয়ার্ত কয়েকটি চোখ তাকিয়ে থাকে
বুকের খুব গভীরে পুনঃ পুনঃ পতনের হুংকার...


এভাবেই মাঝেমধ্যেই মৃত্যুর খুব কাছেই চলে
যায়
পুনরায় ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠি।