সম্মুখে একখানা তৈলচিত্র, উদ্ভট আঁকিবুকি
অন্তমিলের ছায়াদেহ সপাটে জড়িয়ে ধরেছে আমাকে
মধ্যরাতের অনুভূমিক চক্রাকারে কিছুটা সময়,
স্বপ্নের ভেতর এক রণধ্বণি!
সুচেতনা-জেগে উঠে, পুনরায় হারিয়ে যায়!
হতে পারে ক্রুদ্ধ দেবতার অভিপ্রায়!
বিষণ্ণবদনে আধখানা চাঁদ-কিছুটা আলো ছড়িয়ে দেয়।