প্রিয়তমা-এঁকেছি তোমার একখানা ছবি,
নাকে পড়িয়েছি নোলক।
প্রিয়তমা-তোমাকে পড়িয়েছি লাল বেনারসি।
লাল টিপ নাকি নীল টিপ
ভাবতেই কেটে গেল একদিন
অবশেষে নীল টিপটায় পড়িয়ে দিলাম।
ছবির ব্যাক গ্রাউণ্ড চিত্রায়ণে কেটে গেল আরো একদিন। আঁকিবুঁকি করলাম -সমুদ্র, ঝাউবন।
প্রিয়তমা, আমিতো লিউনার্দো দ্যা ভিঞ্চি,
পিকাসো কিংবা ভ্যানগঘ নয়, সুলতানও নয়।
এঁকেছি মনের মাধুরী মিশিয়ে।
চিত্রকল্প হয়তো নয় পুরোপুরি,
হৃদয় পটে অংকিত সে ছবি।