নকলরূপ ধারণ করে কিসের এত বড়াই করছো?
সম্রাটদের মতো ভঙ্গিমায় চলতে,ফিরতে
আদৌ কী সুখী হতে পেরেছ?


ভুল মানুষ, ভুল দর্শন-সময়ে সটকে পড়তে হয়,
নতুবা ছিটকে পড়ে যেতে হয় গর্তে, দৃষ্টান্ত ভুরিভুরি।


ডিগবাজি কিংবা দৌরাত্ম্যের দৌড়ে সবসময় জেতা যায়না!
যদি হেরেও যাও ম্যাঁও ম্যাঁও করে ব্যাঙ্গ করবে কালো বিড়ালরাও!


মনে রেখো-
বটবৃক্ষের ছায়াতেও থাকতে হয়-নিঃশব্দে,
জটিল ঘূর্ণিপাকেও-শান্ত-স্থির!


তবুও কেন প্রিয় জনকের ছবিটি ম্লান করছো বারেবারে?
ঐ ছবির মাহাত্ম্য যে মহাকালের সিঁড়ি ডিঙ্গিয়ে গেছে।