ল্যাম্পপোষ্টের নিছে আলো আঁধারির খেলা
নগর জুড়ে সুনসান নিরবতা।
চন্দ্রমল্লিকারা জেগে থাকে রাত বাড়তে থাকে,
নিজেকে বিকিয়ে দেয় নিতান্ত সস্তায়
চাঁদ রাতেও খুঁজে অন্ধকার।


শকুনের দল গন্ধ শুকোয় খুঁজে নেয় অলি-গলি।
চন্দ্রমল্লিকারা জেগে থাকে, শিল্পহীন সংগম...
বোধহীন জীবন প্রকৃতি।


তবুও
চন্দ্রমল্লিকারা ভালবাসতে জানে।
ভালবাসার চোরাগলিতে পথ হারায়!