বটমূলে বর্ষবরণ-চিত্তের বৈভবে জাগে মনোসঙ্গম
বাঙালিত্বের হৃদস্পন্দন ,
স্নিগ্ধ হাওয়ায় উড়ছে এই মন
পুলক পবনে-রৌদ্রছায়ায়, শ্যামলিমায় মননে
অনুরণিত সুর
এসো হে বৈশাখ, এসো এসো....!!


আজ মায়ের হাতে নাড়ু-সন্দেস-১৮ পদে পাচন,
হাটখোলায়-হালখাতার বর্ণিল সাজ,
হাটে-মাঠে বাজে ঢোলক- বলিখেলার উৎসব!


প্রিয়ায় চোখেও আজ লেগেছে কাজলকালি-
পরনে তাঁতবুননের শাড়ি
পায়ে আলতা, হাতে রেশমি চুড়ির কংকন।


এসো, এসো হে বৈশাখ-
উপমা ও চিত্রকল্পে এবং জাগরণে....
আমাকে নিয়ে চলো বিগত শতাব্দীর-
আম্রকুলের গন্ধে, উষ্ণ অনুরাগে-
মাটির শানকিতে অমৃত সে স্বাদ যেনো পাই।