সময়ের চাকা ঘুরছে অবিরাম
আমি ঘুরছি সরল-গরলে
কখনোবা উল্টো দিকে।
অবিরত হাঁটছি , আলো-অন্ধকারে
হিংসুটে এক আত্মা ঘুরছে,
ছায়াকক্ষে, ছায়াপথে।
রহস্যঘেরা জগতের সাথে
অন্তর সংযোগ চলছে।
প্রাগৈতিহাসিক যুগের কিছু
চিহ্নভেদ করে ওঠে আসে রক্তশিখা
তেমনি করে কালোচিতায়
ভর করে আছে দেহজ অনুভব।