অস্পষ্ট গোধূলি আলোয় গোলাপের মতই সুরভিত তোমার মুখ,
উদ্ভিদের পদশব্দ,পাখির কলরব এবং শ্মশানবাসিনীর বিলাপ ডিঙ্গিয়ে শিহরণ জাগে
অতপর বুকের ভেতর বাজে কিন্নর,
তোমার কন্ঠনালীতে মিশে যায় আমারও কন্ঠনালী,
প্রেমিক মুখ বক্ষে যায় মিশে!
যদিও লোকে তোমার শরীরটাকেই শিল্প বলে,
আমি শরীরি শিল্পে বিশ্বাসী নই
স্তন, উরু কিংবা যোনীপথ কোনটাই আমার কাছে শিল্প নয়!
আত্মার ধ্বণিটাকেই আমি বলি শুদ্ধাচার!