কাছাকাছি কোথাও কি আছো?
ঐ যে শোন বীনার মূর্ছনা বাজে...
সম্মুখে পুকুর জলে তোমার ছায়া ঘুরে
ছেঁড়াখোঁড়া মনের আকুতি যেন
পাখিদের মতোই ডানা ঝাপটাই!


দ্রোপদীর অন্তহীন শাড়ির মতো, তুমিও....
যদি খসে পড়ে হৃদয়ের অর্গল
নিঃশব্দে নক্ষত্র পতনের ঘন্টা বাজবে।


তুমি যদি হয়ে উঠো একটি বৃক্ষ  
কিংবা নদীর গহবর থেকে
উঠে আসা মাছেদের রানী,
স্বোতস্বিনী নদীর মতো কলরবে
পরাণের গহীন ভেতরে-
আমিও লিখব একখন্ড মহাকাব্য।