একদিন মরে যাবো,
পেছনে ফিরে দেখতে পাবোনা না-
প্রিয়জন, মা-বাবা, স্ত্রী-সন্তান!


দেখবো না প্রিয় স্বদেশের অপরূপ সৌন্দর্য,
ফেলে আসবো-
আমার আমৃত্যু দর্শন!


ছুঁতে পারবোনা প্রেমময় মানচিত্র।


সেদিন চোখ মেলে দেখবো না-
ছোট্ট শিশুটির হামাগুড়ি দিয়ে
বুকের উপর লুটে পড়ার ঐশ্বরিক বদান্যতা!


হয়তোবা খুব তাড়াতাড়িই
পৃথিবীর কোলাহল ছেড়ে চলে যাবো,
জানি তাতে লাভ এটুকুই -শঠতা, ভণ্ডামি,  হিংস্রতাগুলো আর কখনোই স্পর্শ করবেনা।


তবুও আমি-
আরো কিছুদিন বেঁচে থাকতে চাই
অন্তত; একটি শিশুর বেড়ে উঠার নিমিত্তে,
যে শিশুটির জন্য চাই
অবারিত ভালবাসা, একটি উর্বর পীঠস্থান,
সেই শিশুটির পিতৃত্বের দাবী নিয়ে।