বিভীষিকার অতলান্তে দিন রাত্রির হিসাব
যেখানে প্রত্যহ জীবন-মৃত্যু একসাথে হেঁটে চলে।
দৃষ্টির সীমানা থেকে মুছে যাবে প্রিয় মানুষগুলো!
থেমে যাবে পৃথিবীর মায়াবী হাতছানি!


আইলে বিলে মটরশুটি কুড়িয়ে আনার উচ্ছ্বাস কিংবা
ডুব সাঁতারে শৈশব খুঁজে নেয়ার আনন্দ,
প্রিয়ার কালো হরিণী চোখ, লাস্যময়ী হাসি
যাদুরটানে গভীরে, আরো গভীরে প্রবেশ...
সবটায় থেমে যাবে!


হয়তোবা একদিন রাজনীতির পরিভাষা পাল্টে যাবে
চতুর্থ শিল্প বিপ্লব আরো কিছুকাল বেঁচে থাকবে
কিংবা সহসা পথ হারাবে
হতে পারে পঞ্চম শিল্প বিপ্লবে মানুষের জায়গা নিবে রোবট!
তবুও নিশ্চিত একদিন সবটায় থেমে যাবে!