একটি বিবর্ণরাত, আকাশে চাঁদ নিঃশব্দে আলো ছড়িয়ে দিচ্ছে,
সুখগুলো উড়ে যাচ্ছে,
উড়ে যায় সিগেরেটের ধোঁয়া, কুণ্ডলী পাঁকিয়ে...
কিছু রাতজাগা পাখি,
কিছু বেসামাল গপ্পোবাজ...
পাগলার সুর...
আহারে আমার বাড়ীর পোষা বিড়ালটিরও আজ সতর্ক দৃষ্টিপাত...
এলোমেলো কিছুকিছু শব্দরাও খেলা করছে,
পরিচিত মাদী কুকুরটির মতো প্রেমিকাকেও আজ শ্রীহীন মনে হচ্ছে।
নিঃশব্দ রাত, একটি প্যাঁচা...অমঙ্গল সংগীত বেজে চলেছে অনর্গল।